২৪ শে নভেম্বর জনসভাকে কেন্দ্র করে যশোর শহরে চলছে নানা কর্মব্যস্ততা।
পাঁচ বছর পর যশোরে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা কে কেন্দ্র করে যশোর শহরে চলছে নতুন এক আমেজ। জনসভা অনুষ্ঠিত হবে যশোরের স্টেডিয়ামে।
 |
| Photo- Gramerkagoj |
স্টেডিয়াম কে নতুন ভাবে সাজানো প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে।জনসভাতে যেন কোনরকম ত্রুটি না থাকে সেদিকে খেয়াল রাখছেন যশোর শহরের নেতৃবৃন্দ গন। যশোর ৩ আসনের নাবিল আহমেদ বলেন আসসে ২৪ শে নভেম্বর যশোর শহরে যে জনসভা হবে সেটি সারা বাংলাদেশকে জানিয়ে দিবে
 |
| Photo- Gramerkagoj |
তিনি আরো বলেন যশোরের প্রত্যেকটি উপজেলা থেকে মানুষ আশা করে বসে আছে জননেত্রী শেখ হাসিনার কে দেখার উপলক্ষে জনসভায় নির্ধারিত স্থানটিকে সুন্দরভাবে সাজানো হচ্ছে এবং লক্ষাধিক মানুষের জন্য জায়গা রয়েছে।
Post a Comment