Ad

জেলিফিশের পর এবার কক্সবাজার সৈকতে ভেসে এল ছোট আকৃতির বিপুল পরিমাণ চামিলা, পোপা, ছুরি মাছ ।

আজ বৃহস্পতিবার সকাল থেকে জোয়ারের পানিতে এসব মাছ ভেসে আসে । স্থানীয় লোকজন বালুচর থেকে মাছগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে গেছেন । হঠাৎ এত মাছ ভেসে আসার কারণ বুঝতে পারছেন না মৎস্য বিশেষজ্ঞরা । 

কক্সবাজার সৈকতে এবার ভেসে এল বিপুল চামিলা, পোপা, ছুরি মাছ
Source- Prothom Alo

মৎস্য বিভাগের কর্মকর্তা ও ট্রলারমালিকদের ধারণা, গভীর সাগরের মা চিংড়ি ধরার ট্রলিং জাহাজ থেকে ছোট মাছগুলো সাগরে ফেলে দেওয়া হতে পারে, যা জোয়ারের পানিতে ভেসে সৈকতে ওঠে । অথবা শুঁটকি করার জন্য মাছগুলো ট্রলিং জাহাজ থেকে কিনে ছোট কোনো নৌকা উপকূলে নিয়ে আসছিল । ঢেউয়ের ধাক্কায় নৌকাটি ডুবে গেলে মাছগুলো ভেসে সৈকতের বালুচরে ওঠে । 

সৈকত থেকে বিনা মূল্যে মাছ সংগ্রহ করতে পেরে খুশি স্থানীয় লোকজন । শহরের সমিতির পাড়ার দিনমজুর সালেহ আহমদ( ৫৫) বলেন, বৃহস্পতিবার সকাল আটটার দিকে তিনি ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট – সংলগ্ন সৈকতে নেমে দেখেন, সৈকতের বালুচর মাছে ভরপুর । ছোট ছোট ছেলেমেয়েরা মাছগুলো কুড়িয়ে স্তূপ করছেন । কাছে গিয়ে দেখেন, মাছগুলো তখনো তাজা ।

বেশির ভাগ মাছ চামিলা । আছে পোপা, ছুরি, ফাইস্যা মাছও । এসব মাছ বাজারে প্রতি কেজি ১৫০- ২২০ টাকায় বিক্রি হয় । আবার শুঁটকি হিসেবে প্রতি কেজি ৩৫০- ৫০০ টাকায় বিক্রি হয় ।


Source- Click here

Post a Comment

Previous Post Next Post

Ad

coinpayu