Ad

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৫৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য। বোর্ডের এই শিক্ষাপ্রতিষ্ঠানটি হলো যশোরের মনিরামপুর উপজেলার গলদাহ খড়িঞ্চা বালিকা বিদ্যালয়। 

বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু সেই একজনই অকৃতকার্য হয়েছে। ফলে শূন্য পাসের তালিকায় এই প্রতিষ্ঠানের নাম উঠেছে।

এদিকে দেশের সবকয়টি বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের বা হার যশোরে। এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন পরীক্ষার্থী।

#এসএসসি #যশোরবোর্ড #jashoreprokash
#যশোর_প্রকাশ 

সূত্র: আজকের পত্রিকা

Post a Comment

Previous Post Next Post

Ad

coinpayu