Ad

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের ‘অলভিয়া’ বন্দরে আটকা পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ২৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। 



উদ্ধারের পর সকল নাবিকদের নিরাপদে রাখা হয়েছে। সেই সঙ্গে ওই জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর এর মরদেহটিও উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দ্রুততম আদেশে পদক্ষেপে নেওয়া হয়।

#RussiaUkraineWar #Bangladesh #ThankYouPM #BanglarSomriddhi #RIPHadisurRahman


Post a Comment

Previous Post Next Post

Ad

coinpayu