বাংলাদেশ নৌ বাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ডে লিঃ এর রাবার ফ্যাক্টরিতে সম্পূর্ণরূপে অস্থায়ীভাবে (দৈনিক ভিত্তিতে) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে খুলনা শিপইয়ার্ড লিমিটেড।
![]() |
| ছবি:সংগৃহীত |
পদের সংখ্যা: ৪ টি
পদের বিবরণ-
১. নিম্ন কাম কম্পিউটার অপারেটর।
সংখ্যা: ১ টি
২. কম্পাউন্ডিং বা কেমিক্যাল মিক্সিং ওয়ার্কার্স
পদের সংখ্যা: ১ টি
৩. ভল্কানাইজিং ওয়ার্কার্স
পদের সংখ্যা: ২ টি
৩. রাবার প্রিফর্মিং ও ট্রিমিং ওয়ার্কার্স
পদের সংখ্যা: ২ টি
বয়স: ২৪ শে এপ্রিল ২০২২ তারিখে বয়স সীমা অনূর্ধ্ব ২৫ , তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য।
আবেদন- আগ্রহী প্রার্থীকে খুশিলি কর্তৃক নির্ধারিত ফরমে নিজের হাতে পূরন করে ব্যবস্থাপনা পরিচালক, খুশিলি, বাংলাদেশ নৌ বাহিনী ,খুলনা বরাবর আবেদন করতে হবে।
আবেদন ফরম এই ওয়েবসাইট www.khulnashipyard.com হতে বা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করতে হবে।
আবেদনর শেষ তারিখ: ২৪ এপ্রিল ২০২২
**** আবেদনকারীর যোগ্যতা ও বিস্তারিত জানতে নিচের PDF ডাউনলোড করুন।
আরও চাকরির বিজ্ঞপ্তি।
.jpeg)

Post a Comment