যশোরের কেশবপুর উপজেলায় আজ মঙ্গলবার (১৪/০৬) সকাল ৫:০০ am পরে শহরের প্রাণ কেন্দ্রিক গাজীর মোড়ে (যশোর - সাতক্ষীরা মহাসড়কে )বালি ভর্তি ট্রাকের চাপাই আরশাফ উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত আশরাফ আলী বিআরডিবি মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে। তবে তিনি কেশবপুরের সাবদিয়া গ্রামে বসবাস করতেন।
তিনি একটি মোটর ভ্যানযোগে যাচ্ছিলেন। এ ঘটনায় ওই ভ্যানের চালক আবদুর রাজ্জাক (৬০) গুরুতর আহত হয়েছেন। তাঁর বাড়ি কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভ্যানটি কেশবপুরের হাসপাতাল রোড থেকে ত্রিমোহনী মোড়ের দিকে যাচ্ছিল। ভ্যানটি ত্রিমোহনী মোড় এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী বালুবাহী ট্রাক (ট ১১-০৫ ৫০) পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে যাত্রী আশরাফ আলীর মৃত্যু হয়।
এদিকে স্থানীয় লোকজন ভ্যানচালক আবদুর রাজ্জাককে ট্রাকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে।
খরনিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ওই ট্রাকের চালক পলাতক। এদিকে অত্যান্ত সোকাবহ পরিবেশে ডুমুরিয়া উলা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আশরাফ আলীর দাফন সম্পন্ন হয়েছে।
Post a Comment