বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্থায়িত্বশীল, জীবিকায়ন সুশাসন ও প্রতিকার এবং সামাজিক উন্নয়ন ও জলবায়ু খাত সহিষ্ণুতা ডোমেইন এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। সংস্থার ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নের জন্য ঢাকা, খুলনা, রাজশাহী বিভাগের নিম্নলিখিত পদে দরখাস্ত করে আবেদন করার উপযুক্ত ব্যক্তি কে আহবান করা হচ্ছে।
১. প্রোগ্রাম ম্যানেজার
সংখ্যা: ৩ জন।
যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: ৫৫,০০০-৬০,০০০ টাকা
*অভিজ্ঞতা: ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ক্ষুদ্র ও কর্মসূচী বাস্তবায়নে)
*#বিস্তারিত জানতে PDF files দেখুন
সংখ্যা: ৫ জন।
যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: ৪৫,০০০-৫০,০০০ টাকা
*অভিজ্ঞতা: ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ক্ষুদ্র ও কর্মসূচী বাস্তবায়নে)
*#বিস্তারিত জানতে PDF files দেখুন
সংখ্যা: ১০ জন।
যোগ্যতা: স্নাতকোত্তর
বেতন: ৩৫,০০০-৪০,০০০ টাকা
*অভিজ্ঞতা: ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ক্ষুদ্র ও কর্মসূচী বাস্তবায়নে)
**#বিস্তারিত জানতে PDF files দেখুন
সংখ্যা: ৯০ জন।
যোগ্যতা: স্নাতক
বেতন: ১৮,৩০০ টাকা
*অভিজ্ঞতা: ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ক্ষুদ্র ও কর্মসূচী বাস্তবায়নে)
*#বিস্তারিত জানতে PDF files দেখুন
-*আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (যোগাযোগের নাম্বার সহ) শিক্ষা সনদ, জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও এক কপি ছবি ওয়েব ডেভেলপমেন্ট শিরোনামে ২০০৳ টাকা ডিডিসহ আগামী ২৫ শে জুন ২০২২ তারিখের মধ্যে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ ওয়েভ ফাউন্ডেশন ২২/১৩ বি, ব্লক-বি, খিলজি রোড, মোহাম্মদপুর , ঢাকা ১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে।
খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে।
Post a Comment