Ad

যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন থেকে তাহসিন হোসেন নামে চার মাস বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ জুন) শিশুটির বাবা মোঃ আল আমিন মোল্লা (২৬) এ তথ্য নিশ্চিত করেছেন। । জানা গেছে, শিশুটি ১১ দিন হারিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর দিতে পারিনি পুলিশ

যশোরে চার মাসের শিশু চুরি।

তিনি বলেন, আমার স্ত্রী ইশরাত জাহান সীমা( ২৪) আমার শিশুকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে । সে সময় আমি বাড়িতে ছিলাম না । ঐই দিন তারিখ রাত্র অনুমান ৯টা ৩০ মিনিটের দিকে আমার স্ত্রীর ঘুম ভেঙ্গে গেলে দেখে পাশে আমার ছোট ছেলে নাই । তখন আমার স্ত্রী আমাকে মোবাইল ফোনে জানাইলে আমি দ্রুত বাড়িতে আসি আমি ও আমার প্রতিবেশীরা আমার বাড়িসহ বাড়ির আশপাশ সকল জায়গায় আমার ছেলেকে খোজাখুজি করে কোথাও পাই নাই । আমার ছেলেকে এখনো খোজাখুজি চলছে । 


তিনি বলেন, এ বিষয়ে আমাদের সংশ্লিষ্ট বাঘারপাড়া (১৭/০৬/২০২২) থানায় একটি একটি সাধারণ ডাইরী করেছি (ডাইরী নম্বর- ৯০০) । এ বিষয়ে জানতে চাইলে ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, আচ্ছা ঠিকই এখনো পাওয়া যায়নি আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি । আশাকরি প্রশাসনের লোক চোখ কান খোলা রেখে ভালোভাবে কাজ করলে বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হবে । 
 
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) সাব্বির আহমেদ বলেন, আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ঘটনাটি তদন্ত করছি এবং শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখছি।

Post a Comment

Previous Post Next Post

Ad

coinpayu