যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন থেকে তাহসিন হোসেন নামে চার মাস বয়সী এক শিশু চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ জুন) শিশুটির বাবা মোঃ আল আমিন মোল্লা (২৬) এ তথ্য নিশ্চিত করেছেন। । জানা গেছে, শিশুটি ১১ দিন হারিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ খবর দিতে পারিনি পুলিশ।
তিনি বলেন, আমার স্ত্রী ইশরাত জাহান সীমা( ২৪) আমার শিশুকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে । সে সময় আমি বাড়িতে ছিলাম না । ঐই দিন তারিখ রাত্র অনুমান ৯টা ৩০ মিনিটের দিকে আমার স্ত্রীর ঘুম ভেঙ্গে গেলে দেখে পাশে আমার ছোট ছেলে নাই । তখন আমার স্ত্রী আমাকে মোবাইল ফোনে জানাইলে আমি দ্রুত বাড়িতে আসি আমি ও আমার প্রতিবেশীরা আমার বাড়িসহ বাড়ির আশপাশ সকল জায়গায় আমার ছেলেকে খোজাখুজি করে কোথাও পাই নাই । আমার ছেলেকে এখনো খোজাখুজি চলছে ।
তিনি বলেন, এ বিষয়ে আমাদের সংশ্লিষ্ট বাঘারপাড়া (১৭/০৬/২০২২) থানায় একটি একটি সাধারণ ডাইরী করেছি (ডাইরী নম্বর- ৯০০) । এ বিষয়ে জানতে চাইলে ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, আচ্ছা ঠিকই এখনো পাওয়া যায়নি আমরা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছি । আশাকরি প্রশাসনের লোক চোখ কান খোলা রেখে ভালোভাবে কাজ করলে বাচ্চাটিকে উদ্ধার করা সম্ভব হবে ।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা (উপ-পরিদর্শক) সাব্বির আহমেদ বলেন, আমরা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ঘটনাটি তদন্ত করছি এবং শিশুটিকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখছি।
সূত্র:ঢাকা প্রকাশ
Post a Comment