কেশবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চঞ্চল দাস( ২০) নামে এক নরসুন্দর খুন হয়েছেন । ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মজিদপুর গ্রামে । নিহত চঞ্চল দাস ওই গ্রামের কার্তিক দাসের ছেলে ।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার মজিদপুর গ্রামের নরসুন্দর চঞ্চল দাসকে বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মাঠের মধ্যে একটি কলাবাগানে দুর্বৃত্তরা গলায় ও পেটে ছুরিকাঘাত করে । আহত অবস্থায় তিনি স্থানীয় বিকাশ দাসের বাড়িতে এসে পড়ে যান । সেখান থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি মারা যান । চঞ্চল দাস কেশবপুর থানার মোড়ের দীপক দাসের সেলুনে নরসুন্দরের কাজ করতেন ।
সেলুনের মালিক নরসুন্দর দীপক দাস জানান, প্রায় এক বছর আগে চঞ্চল দাস কাজের জন্য দোকান ছেড়েছিলেন।
এ ব্যাপারে কেশবপুর থানার উপ- পরিদর্শক আবু বক্কার সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করে আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে ।
সূত্র: কালের কন্ঠ
Post a Comment