Ad

প্রথম স্থান অধিকার করে A1 Esports তাদের 356 Points হয়েছে । 

334 Points নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে Doom Esports । 

277 Points নিয়ে তৃতীয় স্থানে থাকে Gremlin Storm ।

সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় PUBG MOBILE MUJIB CUP (PMMC) 2022 ।

Champion 🏆🥇

A1 Esports 75 হাজার টাকা জিতে নেয় 

Second 🥈

Doom Esports 40 হাজার টাকা জিতে নেয় 

Third 🥉

GSM 20K হাজার টাকা জিতে নেয়

Tournament MVP হয় A1 Esports এর Leader Sinister 🇧🇩

E-Sports নিয়ে কিছু কথা।

বর্তমান বিশ্বে ইস্পোর্টসের মার্কেট ভ্যালু ১.৩৮ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের অন্যান্য দেশগুলো এই স্পোর্টসের উপর বিশেষ নজরদারি রেখেছে, তারা স্পোর্টস নিয়ে অনেক কাজ করছে।

বিশ্বের উন্নত দেশগুলো স্পোর্টসের জন্য স্কুল বা কলেজ তৈরি করেছে কিন্তু সে দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে, এ দেশে ই-স্পোর্টসের কোন কদর নাই। ইউজ ই স্পোর্টস এর মধ্যে অনেকগুলো গেম আছে যার ভিতর থেকে অন্যতম হলো পাবজি এবং ফ্রি ফায়ার যেগুলো বাংলাদেশ ে ব্যান্ড অবস্থায় আছে কিন্তু এখনো আন্ডান করা হয়নি।

বিশ্বের বড় বড় দেশগুলো যখন স্পোর্টস এর স্কুল কিংবা কলেজ তৈরি করছে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিচ্ছে ও জাতীয় পর্যায়ে খেলাটি নিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ এইসব অনলাইন গেম গুলো ব্যান করছে।

এদেশে এই গেমগুলো ব্যান করার পিছনে সরকার কারণ দেখাচ্ছে সারাদিন শিক্ষার্থীরা পড়াশোনা না করে গেমের উপর মগ্ন সেজন্য তারা এ কাজটি করছে কিন্তু এ কাজটি না করে তারা সঠিক উপায় পর্যালোচনা করলে ভালো হতো আশা করি।

পরিশেষে বলা যায় আমাদের দেশের সরকারকে ই স্পোর্টস এর উপর নজর দেওয়া উচিত না হলে বিশ্বের অন্যান্য দেশগুলো অনেক এগিয়ে যাবে।

#A1_Esports 

Post a Comment

Previous Post Next Post

Ad

coinpayu