Ad

বিকাশ থেকে টাকা যাবে রকেট,ছাড়াও অন্যান্য ব্যাংকিং মাধ্যমে ভাবতে অবাক লাগলেও এটাকে সত্যি করেছেন "বিনিময়"।

আজ রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর উপস্থিতিতে বিনিময় উদ্বোধন করা হয়।

ভবিষ্যতের যে সেবা গুলো দেওয়া হবে বিনিময় থেকে।

১.সরকারি পরিষেবা বিল ও মেট্রোপলিটন টিকিট কাটার সুযোগ

২.সকল ব্যাংকে টাকা লেনদেন এর সুযোগ।

বিকাশ থেকে টাকা যাবে রকেট,ছাড়াও অন্যান্য ব্যাংকিং মাধ্যমে ভাবতে অবাক লাগলেও এটাকে সত্যি করেছেন "বিনিময়"।

বর্তমানে বিকাশ থেকে রকেটে টাকা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে, যেকোনো ব্যাংক থেকে এম এফ এসে বা এমএফএস থেকে ব্যাংকে তাৎক্ষণিক টাকা হস্তান্তরের সুযোগ চালু হবে।
আজ রোববার এসেবা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে । বিনিময় মাধ্যমটি বাস্তবায়ন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রকল্প ও বাংলাদেশ ব্যাংক। এটি সম্পূর্ণ করতে খরচ হয়েছে ৬৫ কোটি টাকা

যেভাবে কাজ করবে ‘বিনিময়’

শুরুতেই বিনিময় নামে ভিন্ন কোনো অ্যাপ তৈরি হচ্ছে না । বিনিময় একটি সেবা হিসেবে ব্যাংক, এমএফএসের অ্যাপে যুক্ত হবে । বিনিময় ব্যবহার করতে চাইলে গ্রাহককে নিবন্ধন করতে হবে । নিবন্ধনের পর গ্রাহকের নামের পরে @binimoy.gov.bd যুক্ত হয়ে একটি আইডি তৈরি হবে । নিবন্ধন শেষ হলে গ্রাহক দুটি অপশন দেখতে পাবেন ‘ সেন্ড মানি ’ ও ‘ রিসিভ মানি ’।

গ্রাহক যদি কাউকে টাকা পাঠাতে চান, তখন সেন্ড মানি অপশনে গেলে নিজের যেসব আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের অ্যাকাউন্ট আছে, তা থেকে একটি বেছে নিতে হবে । এবার যাঁকে পাঠাবেন, তাঁর মুঠোফোন নম্বর বা ইতিমধ্যে যদি ওই ব্যক্তির বিনিময়ে আইডি থাকে, সে আইডি নম্বর দিয়ে টাকা পাঠানো যাবে । আর যাঁকে টাকা পাঠানো হলো, তিনি ‘ রিসিভ মানি ’ অপশনে গিয়ে নিজের অ্যাকাউন্টে থাকা যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের নম্বরে টাকাটা গ্রহণ করতে পারবেন । 

প্রথম পর্যায়ে বিনিময়ে শুধু লেনদেন করা যাবে বলে জানান আইডিয়া প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক মোস্তফা সাজ্জাদ হাসান । তিনি বলেন, পরবর্তী সময়ে বিনিময় অ্যাপ হবে । এরপর ধাপে ধাপে মেট্রোরেলের ভাড়া, টোল দেওয়া, এনবিআরের সেবা ও বিভিন্ন পরিষেবা বিল যুক্ত হবে । আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, আর্থিক খাতে খুব ভালো একটি সেবা চালু হতে যাচ্ছে । ভবিষ্যতে এর পরিসর আরও বাড়বে ।

Post a Comment

Previous Post Next Post

Ad

coinpayu