ডেঙ্গুতে মৃত্য়ুর সংখ্য়া দিন দিন বেড়েই চলেছে,জেলা হাসপাতালে মিলছে না সঠিক চিকিৎসা
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে নতুন করে ৯১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে । তাদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৫ জনে।
একই সময়ে সারা দেশে ডেঙ্গিতে মারা গেছেন আরও ৬ জন । তাদের নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন ১৯৯ জন ।
শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৫৩০ জন ঢাকার বাসিন্দা । আর ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৮ জন । বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ২৪ জন । আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ২৫১ জন ।
এতে আরও বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৬৭০ জন । তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ হাজার ১৯৬জন।
Source- Jugantor
Post a Comment