Ad

রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে ভিক্ষুক নিরসনের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে । প্রধানমন্ত্রীর নির্দেশে অল্পদিনের মধ্যে ভিক্ষুকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ । 

ভিক্ষুক নিরসনে পরিকল্পনা করেছে সমাজকল্যাণ মন্ত্রী

রোববার( ৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ‌‘ভিক্ষাবৃত্তি বন্ধে পদক্ষেপ গ্রহণ করবেন কিনা ’ সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এমন প্রশ্নের জবাবে দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ মন্ত্রী এ কথা বলেন । 

 সম্পূরক প্রশ্নে এ কে এম রহমতুল্লাহ বলেন, সরকার টানা তিন মেয়াদে ক্ষমতায় আছে । এর আগে ১৯৯৬ সালেও আমরা ক্ষমতায় ছিলাম । আমরা বয়স্ক ভাতা, নির্যাতিত ভাতাসহ অনেকরকম ভাতা দিয়ে যাচ্ছি । যাদের বাড়িঘর নেই তাদের বাড়িঘর দিয়েছি । আজকেও আসার সময় রাস্তায় ১০ জন ফকির( ভিক্ষুক) ভিক্ষা চাচ্ছে । কিন্তু এই জিনিসটা কেন হবে? আমরা সামাজিক বেষ্টনীর মধ্যে সবকিছু নিয়ে আসছি । আশ্রয়ণ প্রকল্প করছি । সমস্ত রকম সাহায্য দিচ্ছি । তাহলে আমাদের রাস্তার ওপরে ভিক্ষুক থাকার তো কথা নয় । থাকা উচিতও নয় । এদের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন এটা আমার প্রশ্ন । 

জবাবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শহরে ভিক্ষুকদের উৎপাতের বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন । এটা নিরসন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি । অল্পদিনের মধ্যে আমরা ভিক্ষুকদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে যাচ্ছি ।



Post a Comment

Previous Post Next Post

Ad

coinpayu