প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার যান চলাচলের ও যাতায়াতের সু-ব্যবস্থার জন্য ২৫ জেলায় ১০০টি সড়ক সেতুর উদ্বোধন করেছেন ।
প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চ্যুয়ালি এসব সেতুর উদ্বোধন করেন । তিনি বলেন, এটি হচ্ছে একযোগে এক শ সেতু উদ্বোধনের একটি ঐতিহাসিক মুহূর্ত । এটি দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে ।
৮৭৯ কোটি টাকার বেশি ব্যয়ে নবনির্মিত সেতুগুলো রাজধানীর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে । এগুলো ৩৩টি রুটে ফেরি পরিষেবা মুক্ত করেছে, যা সড়ক যোগাযোগকে মসৃণ, দ্রুত, সহজতর ও নিরাপদ করবে ।
সেতুগুলোর মধ্যে ৪৬টি রয়েছে চট্টগ্রাম বিভাগে , সিলেটে ১৭টি, বরিশালের ১৪টি, ঢাকাে এবং রাজশাহীতে ৭টি, ময়মনসিংহে ৬টি ও রংপুর বিভাগে রয়েছে ৩টি ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সেতুগুলোর সংক্ষিপ্ত বিবরণ দেন । অনুষ্ঠানে এসব সেতুর ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয় ।
Post a Comment